সনেট 41
শূন্য বাতিঘরে জ্বলে(06-05-2019)
রণজিৎ মাইতি
---------------------
শূণ্য বাতিঘরে জ্বলে আলো টিমটিম
আকাশে সুপারনোভা দীপ্ত নভোনীল
সুখ-দুঃখ দুটি দ্বীপ,স্বতন্ত্র স্বাধীন
হীরক খণ্ডের মতো উজ্জ্বল গহীন  
অতীত সুবর্ণময় দুঃখেও আনন্দ
আনন্দ সাগরে ভাসে এ হৃদ আকন্দ
জেগে গেলে জ্বালামুখ লার্ভা অনর্গল
ঠুনকো আঘাতে ঝরে লহু গলগল

দেখতে পায় কি কেউ?যে আলো স্বতন্ত্র
হোক ছাই অবহেলা,বাঁচুক অনন্ত  
সুপারসনিক ঢেউ অঙ্গে অঙ্গে মাখি
রূপসী চাঁদের মতো তুমি অবধূতি
বাতিঘর শূণ্য হোক জ্বলুক আলোক
অনন্য প্রেরণা খাঁচা আমার দ্যুলোক