সনেট 40
আমার আকাশ ঢাকা (06-05-2019)
রণজিৎ মাইতি
-------------
আমার আকাশ ঢাকা অসংখ্য তারায়
রাতে ঝিকমিক করে দিনে তারা ম্লান
কথা কয় চুপিচুপি সোহাগে আদরে
শুভাশীষে আজো ঋদ্ধ,সিক্ত স্নেহরসে
জর্জরিত মন কাঁদে বুকে স্মৃতিভার
জ্যাঠা-কাকা শ্রদ্ধাষ্পদ,যেনো অম্লজান
দূর গ্রহে থেকে তবু দীপ্ত ধ্রুবতারা
মনের আকাশে জ্বলে পূজনীয় যারা

ভুলতে চাই না আমি,জ্বলুক সুনীলে
কতো স্মৃতি মনে আঁকা হৃদয় দলিলে
জ্যোৎস্নার আলো সম ছড়ায় কিরণ
সে আলোয় আজ ভিজি শান্ত স্নিগ্ধ মন
পরিতাপ নেই কোনো নিখাদ আনন্দে
ঝরে পড়ে নয়নাশ্রু আকাশে তাকিয়ে