সনেট 39
ভূলোক আমার স্বর্গ (07-05-2019)
রণজিৎ মাইতি
-------------
ভূলোক আমার স্বর্গ নন্দন কানন  
অপার বৈচিত্র্যময় ছন্দ সুর লয়
সৌন্দর্যের পীঠস্থান এ ভব ভূবন
মাতৃত্বের স্নেহচ্ছায়া স্নিগ্ধ প্রস্রবন
সম্পর্কের মধুরতা কুসুম ফোটায়
ছড়ায় সুরভি তার;সৌরভ বিলায়
মিলন মেলায় এসে হাতে হাত রাখি  
প্রেমের সুনাম করি অপ্রেমে অখ্যাতি

মূল মন্ত্র চরৈবেতি বহতা নদীর
কর্ম দ্বারা স্বর্গ লাভ নিয়ম মহির
শ্রম বিনা দেশভূমি নরক সমান
উল্টো ফল লাভ হয় কর্মই প্রমাণ
বৃথা কেন মাথা খুঁড়ি কোথায় দ্যুলোক ?
পৃথিবী নিশ্চিত স্বর্গ হাজারো আলোক