সনেট 36
ভোটপাখি (25-04-2019)
রণজিৎ মাইতি
--------------------
বঙ্গভূমি ভোটপাখি গণতন্ত্র ধোঁকা
হাড়ে হাড়ে টের পায় জ্ঞানীগুণী বোকা
রক্তে তার কালকূট সুতীব্র গরল
মুখে মিছুরির ছুরি পঙ্কিল হৃদয়
ভোটের দামামা বাজে মঞ্চ উদ্ভাসিত
নেতা নেত্রী মহাগর্বে মুখ আলোকিত
স্বপ্নের ফানুস উড়ে বুক কলাগাছ
সত্য মিথ্যা একাকার বঙ্গের ছৌঁ-নাচ

কোথায় জুড়াই বলো শরীরী জ্বলন  
তমসা কি জন্ম দেবে নব সম্ভাবন ?
এই আশাবাদ বুকে সম্মুখে তাকাই
কদম কদম হাঁটি সঙ্কল্প তো তাই      
হাল দেয় চাষা মাঠে ফলাতে ফসল
ধানের ফসিল জন্মে নীবার সফল