সনেট 34
দেবতা ও মানুষ(28-04-2019)
রণজিৎ মাইতি
--------------------
সম্মুখে দাঁড়িয়ে আছে বটগাছ সম
চিন্তা কর্মে মহিরুঢ় ডরায় শমন
কিভাবে পেয়েছে শক্তি?কোন পাঠশালে ?
শিক্ষার অমিত বল,বাড়ে কালে কালে
মেরুদণ্ড পোক্ত যার প্রকৃত শিক্ষায়
ধরেন অসীম শক্তি আপন সহায়
ব্রততীর লাগে ঠেক সহায় সম্বল
অন্ধের প্রকৃত যষ্টী,তৃতীয় নয়ন

দিব্যদৃষ্টি মহাশক্তি সৃষ্টির কারণ
ধীশক্তির জোরে করে অভীষ্ট পূরণ
দেবতারা যার জোরে একা একা হাঁটে
যাঁর আছে সেই তেজ জয়ী তিনি বাটে
দেব-নরে নেই কোনো সূক্ষ্ম ভেদাভেদ
জ্ঞানের সাধনা দ্বারা ঘুঁচায় প্রভেদ