32 সনেট
আলো(25-01-2019)
রণজিৎ মাইতি
--------------------
কোন আলো বেছে নেবো ? মনন অবুঝ
লাল নেবো,নাকি নীল ? নেবো কি সবুজ ?
জোনাকির স্নিগ্ধ আলো দৃষ্টি সুখকর
রাতের ললাম চাঁদ হৃদ মনোহর
দিবস মহিমান্বিত দিবাকর তেজে
সমতল আলোকিত আরশির সাজে
সবাই পারে না নিতে আগন্তুক রোদ
গভীর রাত্রির শেষে মুদে আসে চোখ
ভোরের আলোয় পাখি করে কলরব
নক্তচর ছাড়া ভিন্ন সবাই সরব
মুখরিত পথ-ঘাট সমাজ সংসার
মেঘে ঢেকে গেলে সূর্য ওঠে হাহাকার
মানব দাঁড়িয়ে যায় প্রশ্নের সম্মুখে
সফেদ বিরল কেনো ? নৌকো কি ডুবেছে ?