সনেট 30
যৌনতা (22-04-2019)
রণজিৎ মাইতি
-------------
যৌনতা অম্লান আলো,শাশ্বত ভাস্বর
সবুজে সবুজ তার প্রতিটি পল্লব
অনেক গভীরে মূল ছড়ায় শেকড়
পল্লবিত ডালপালা নানা ফুল ফল
মৃতসঞ্জীবনী রূপে শরীরী ভেষজ
বাঁচিয়ে রাখতে পারে জীবন প্রবাহ
আকর মহাজীবন,ছুঁয়ে থাকে হাত
দক্ষিণ উত্তুরে কোনো নেই ছুঁতমার্গ

পাপ নেই পুণ্য নেই বহমান নদী
বয়ে যায় অবিরাম মোহ নির্বিবাদী
চুম্বকের দুই মেরু হয় আকর্ষিত
ফুলের সুবাসে মাতে,রূপে মুগ্ধ হয়
কাছে আসে সরে যায় যেমন দামিনী  
জৈবচক্র প্রাকৃতিক অমোঘ তটিনী