সমৃদ্ধি
রণজিৎ মাইতি
-------------
তুমি কাঁদছো কেনো যুবক!
জেনো,যারা রাস্তায় বসে আছে
প্রকৃত অর্থে তারাই 'আগুন'।

তুমি রাস্তায় যাও,বৃষ্টিকে পরিনত করো আগুনে;
বিধ্বংসী সাইক্লোন রূপে তুমিও নামো রাস্তায়।

প্রকৃত সৈনিক কক্ষণো কি অপচয় করে চোখের জল?

তারা জানে-
সঞ্চয় মানুষকে দিনদিন ধনী করে;
দাবানল প্রান্তিক মানুষকে করে সমৃদ্ধ।