সম্পর্ক(23-12-2019)
রণজিৎ মাইতি
-------------
ফুলের সঙ্গে মধুর মধুর সম্পর্ক যেমন চিরন্তন
কিংবা ধোঁয়ার সঙ্গে আগুনের
তেমনই যদুর সাথে মধুর সম্পর্ক নিবিড় হলে বেশ ভালো হতো
আসলে দুটো ছাপোষা মানুষের সম্পর্ক টিকিয়ে রাখা ভীষণ দরকার
নিজেদের তথা সমগ্র সমাজের স্বার্থে
মুথাঘাস ও বটবৃক্ষের কথা ভাবতে পারিনা
কারণ যেখানে আত্মীয়তা আজও অলীক !
কিন্তু যখন দেখি,কেউ কেউ সাপের মুখে চুমু খান আবার ব্যাঙের মুখেও
তখন কি বলবেন তাদের,কৃকলাস ?
অবশ্য এখন আইনসভা ভরে আছে তেমন মানুষে
যেখানে মধু ও মোক্ষ আজও সমার্থক !