সময়ের কাঁঠালিচাঁপা(19-03-2020)
রণজিৎ মাইতি
-------------
1
সবই সময়ের খেলা
কচুপোড়ায় যতোটা তাচ্ছিল্য
ঠিক ততোটাই কদর টান পড়লে পেটে

আসলে আগুনের কোনও জাত ধর্ম নেই
সময় পুড়িয়ে পুড়িয়ে জন্ম দেয় নতুন সময়
2
সবই সময়ের খেলা
জন্মেও ল্যাংটো,চুল্লিতেও তাই

মাঝে ইতরবিশেষ
কাঁঠালিচাঁপার গন্ধে ধেয়ে আসে কামুক ভ্রোমর

ওই একটু হা-ডু-ডু খেলা
জয়-পরাজয় নির্ধারিত মহাকালের হাতে !