সময় রেল(13-02-22)
রণজিৎ মাইতি
--------------------
যখন সময় চিবিয়ে খায় আগুন
তখন তুমি ডাকছো তাকে ফাগুন
যখন সময় চিবিয়ে খায় বরফ
তখনই সময় লেখে সময় হরফ

সময় যখন প্রশান্ত ও গভীর
নেই সেথা ঢেউ,বড্ড ধীর স্থির
একটা সময় সময় এলোমেলো
আ মলো যা,সময় বিষম খেলো

একটা সময় সময় উদাসীন
যায় পাহাড়ে,হচ্ছে হাওয়ায় লীন
একটা সময় সময় নিজেই আগুন
আগুন রঙে লেখে সময় ফাগুন

সেই সময়ই হঠাৎ যাচ্ছে কাশী
কিংবা যাচ্ছে গয়া বারাণসী
যদি ভাবো,- আগুন কোথায় গেলো?
সময় আগুন নিজেই ফাগুন খেলো!

সময় মাকে বলছি চলো পুরী
ইচ্ছে মতো সময় নিয়ে ঘুরি
বললো সময়--'পাচ্ছে ভীষণ ঘুম,
জীবন জ্বরে পুড়ছে সময় ধুম!'

সময় বাবার গলায় সময় কাঁটা
জ্বালায় যেমন,করছে তেমনি হ্যঁটা
তখন সময় হারায় হাঁটুর জোর
বুক ধড়ফড়,মাথায় সময় ঘোর!

সময় যখন হঠাৎ সকাল দেখে
মিথ কথা নয়,সময় যাবেই পাটে
আগুন দিয়ে বানায় কে ঝালমুড়ি?
শাশ্বত বুক,ওড়ায় সময় ঘুড়ি!

টিক্ টিক্ টিক্ বাজছে দেওয়াল ঘড়ি
এ কোন খড়ি?কাটছে সময় খড়ি!
তার কাছে সব জীয়নকাঠি ফেল
সময় আপন চালায় সময় রেল।