সমাকলন(13-11-21)
রণজিৎ মাইতি
--------------------
ইচ্ছে করলে তুমি অনায়াসে আমাকে স্পর্শ করতে পারো;
ইচ্ছে করলে অবলীলায় আমার কপোল জুড়ে এঁকে দিতে পারো অজস্র চুম্বন।
কিন্তু না,তুমি সেসব কিছুই করোনি,
বরং আমাকে এড়িয়ে শিল্পীতুমি সরে গেছো যোজন দূরে;
অতিদূর নক্ষত্রের মতো ছড়িয়েছো নিজস্ব ঔজ্জ্বল্য!
প্রকৃত প্রেমিক কি চিরকাল সৎ-প্রেমিকার মতো দূরতম দ্বীপ...
স্পর্শ এড়িয়ে আলোকবর্ষ দূরে সরে যায়?
যেমন পৃথিবীর প্রেম পেতে আলোস্বামী চিরকাল দূরে সুদূরে...
ছায়ানট হয়ে তার প্রেমকে বাঁচায়।।