সকাল ও সূর্যাস্ত
রণজিৎ মাইতি
-------------

মেয়ে বললো---
'বাবা দেখো,বসন্ত কি প্রবলভাবে এসেছে!
কোকিল ভরিয়ে দিচ্ছে সকাল,
গাছে গাছে পলাশ,শিমুল।'

আমি জানি সকাল ও সূর্যাস্তের রঙ এক নয়,
এও জানি বসন্ত আসলে বর্ষশেষের সলতে

তাই পলাশ গাছটির দিকে তাকিয়ে থাকি একরাশ বিপন্নতা নিয়ে।
কেবল অস্ফুটে বলি- 'হাঁ রে মা,
সবকিছু প্রবলভাবেই আসে,তেমনি দ্রুত হারিয়ে যায়!'

ঠিক চক্রবৎ সুখ-দুঃখের মতো।