সহজিয়া
রণজিৎ মাইতি
---------------------
মানুষের ভেতর এক সহজাত দ্বিচারিতা আছে;
ঠিক শস্যের ভেতর থেকে ফুঁড়ে ওঠা চারাটির মতো নয় সেই সহজিয়া।

যেমন বৃক্ষ শরীর-মনে কোনো পাপ নেই,দ্বিচারিতা নেই
ফুল ফল ছায়া দিয়ে জুড়ায় জগৎ-সংসার।
বিশুদ্ধ হাওয়ার দাবি নিয়ে হাজির হয়না কখনো,
কিংবা ছায়ায় আশ্রিত ব্যক্তিকে একা পেয়ে কখনও কি জিঘাংসায় প্রবৃত্ত হয়?

কিন্তু মানুষের ভেতর এক সহজাত দ্বিচারিতা আছে;
কাল যারে মা সারদার বাহন রূপে করেছিলো পুজা,
আজ তারে চড়িয়েছে রান্নার কড়াইয়ে!