সাধারণ থেকে অসাধারণ(26-11-2019)
রণজিৎ মাইতি
-------------
'অসাধারণ' গল্পগুলো সাধারণের গর্ভে জন্ম নেয়।
যতোটা ভাবতে পারি তারচেও সহজ সরল,ঠিক জলবৎ ।

মাটির-মানুষই চেনে সুখ-দুঃখ,মাটির ব্যথা
যেমন মাটির নৃতত্ত্ব জানে গুল্ম-লতা,শাল-পাইন ও মুথা ঘাস
বিদুরের খুদ যার রসনাকে দিয়েছে আশ্বাস
তেমন মানুষই তো একদিন জন্ম দেয় নিজেকে ঈশ্বর

উফঃ,প্রজাপতির জন্মও তো শুয়োপোকা থেকে!