সভ্যতা (08-09-2020)
রণজিৎ মাইতি
-------------
আমি উড়তে চাইলে কেউ এসে ডানা ছেঁটে দেয়
হাঁটতে চাইলে কেউ না কেউ এসে পা টেনে ধরে
আবার দাঁড়িয়ে থাকলে কেউ না কেউ এসে ল্যাং মেরে যায়
সুতরাং আমি উঠতে পারিনা,বসতে পারিনা
সাঁতার ? সেও দুরূহ ভীষণ
কুম্ভকর্ণের মতো শান্তিতে ঘুমাতেও কি পারি ?
বিনিদ্র রজনী জুড়ে কেবল একরাশ চাপা কষ্ট,আর আইটাই
আহা এরই নাম সভ্যতা,এ সবুজ সভ্যতার যেথা খুশি যাই!