সব কথা ভুলে যাওয়া যায় না
রণজিৎ মাইতি
-------------
সব কথা ভুলে যাওয়া যায় না

শীতের রাতে নির্জন পাহাড়ের কোলে
তুমি আমার হাত ধরে শুনিয়ে ছিলে সুখের গল্প
ঠিক তখনই একটা অজানা পাহাড়ি পাখি
অদ্ভুত সুরে গলা সাধছিলো
সেই স্পর্শসুখ আমি ভুলে গেছি
কিন্তু অন্ধকারে অদেখা পাখিটিকে আমি ভুলতে পারিনি
না ঠিক পাখিটিও নয়,ভুলতে পারিনি তার করুণ কণ্ঠের জাদু।

সব কথা ভুলে যাওয়া যায় না

যেমন-
বিত্তের মাঝে থাকলেও চিত্ত ভুলতে পারেনা
হাভাতে রাত,দুখের সুদীর্ঘ বারোমাস্যা
প্রিয় মানুষটির চোখের জল
আর-

অপমানের দুঃসহ যন্ত্রণা