সব চরিত্র কাল্পনিক(12-10-2020)
রণজিৎ মাইতি
-------------
যাহাকে আমি ভাই বলে জাপটে ধরেছি
স্নেহ-ভালোবাসা দিয়ে বাঁধতে চেয়েছি
স্বার্থের সংঘাতে দেখি সে-ই ফুরুৎ

অবশ্য ভালোবাসা কখনও খাঁচা হতেই পারেনা
খাঁচাও কখনোই ভালোবাসা নয়

তাই যখনই পিঞ্জর মুক্ত করেছি তখনই ভালোবাসা পাখি হয়ে গেছে
যখনই বিতংস আলগা করেছি তখনই নীলাকাশে মিশে গেছে নীল ভালোবাসা

হয়তো সব চরিত্রই কাল্পনিক
নতুবা কাল্পনিক চরিত্র গুলো মাঝে মাঝে ধরা দেয় ভালোবাসা রূপে