রসিকতার সম্পর্ক(06-12-2019)
রণজিৎ মাইতি
--------------------
আমি পেছন থেকে শালা শালা বলে চিল্লাতে থাকি
যদিও শালা মানুষটি চিনেও চেনেনা

বরং রসিকতার সম্পর্কটি আরও সরস
মহাকাশের মতো স্পেস কখনও সঙ্কুচিত পরক্ষণেই ফের প্রসারিত
এরই নাম নাকি চেয়ার কালচার

চোখ চলে যায় নিজস্ব চেয়ারে
যেখানে ফেলো কড়ি মাখো তেলের গল্প
বন্ধু নেই,শত্রু নেই,শালা নেই,বাবা কাকা জ্যাঠাও
কেবল শালের গল্প,শালগ্রাম শিলা ছুঁয়ে ডাহা মিথ্যা

ওহে ভায়া,যার কোনও জিন নেই,নেই জিনোম ফ্যাক্টর
এখানে কাকও স্বজাতির মাংসে আপ্লুত