রবিপূজা
রণজিৎ মাইতি
-------------
গুরুকবি যদি বেঁচে থাকতেন শরীরে,
জিনিয়াস ও বুদ্ধিজীবীর পার্থক্যটা স্পষ্ট হয়ে যেতো।

নিশ্চিত,তিনি একা একা গিয়ে দাঁড়াতেন গান্ধীমূর্তির পাদদেশে

কিংবা

অশক্ত শরীরে যদি নাও যেতে পারতেন

দূর থেকে রাখতেন-
বঞ্চিত ছেলে-মেয়েদের মাথায় আশীর্বাদের হাত।

কবিগুরু বেঁচে থাকলে-
সোনারবাংলায় আজও সোনাই ফলতো,
কক্ষণো হতো না বুদ্ধিজীবীর চাষ।

যারা তুচ্ছ একটা 'শ্রী'-র মোহ ত্যাগ করতে পারেনা,
তারা কিভাবে করবে 'নাইটহুড' ত্যাগ!