ঋণ
রণজিৎ মাইতি
-------------
কোথাও শূন্যতা নেই,কিংবা আমানত
শমিবৃক্ষের ফুল বলো,ফলভারে নত সহকার

যা কিছু সঞ্চয় ভাবি,এবস্ট্রাক্ট প্রেম প্রীতি ভালোবাসা ছড়া
উদ্বায়ী কর্পূর সদৃশ,সবকিছু

শ্মশান পরিশীলিত শব্দ,নয় শূন্য প্রাচীন ভাগাড়ও
ঋণ আরও ঋণী করে,এ জীবন ঋণের পাহাড়।