রাস্তা  (17-04-2020)
রণজিৎ মাইতি
-------------
যতোই বলছি,প্লিজ,বাইরে বেরোবেন না
ততোই মানুষ দল বেঁধে নেমে পড়ছে রাস্তায়

আসলে রাস্তার প্রেম রাস্তা চেনায়
যারা ঘরবন্দি তারাও আসলে রাস্তা প্রেমিক

হয়তো নিয়ম ভাঙতে ভাঙতে সে নিয়মবদ্ধ
ফুল,পাখি,গাছের মতো সবুজে সবুজ
মদমত্ত মাতঙ্গের মতো উন্মত্ত উদার
কিন্তু,স্থবির,বস্তাপচা ও অন্ধগলির ভেতর ঢুকে যাওয়া বদ্ধ তরস্বিনী কখনোই নয়