রক্ত নয়,ঘাম
রণজিৎ মাইতি
-------------
আজও চোখ বন্ধ করলেই দেখতে পাই-
আমাদের রক্তাক্ত মানচিত্র!
তুমি বললে-এ আপনার হ্যালুসিনেসন।
একবার উত্তরে তাকান,দেখুন দক্ষিণে
বুকের গভীরে শুনুন ছলোছলো ঢেউ।
আমি বললাম-অতোশতো জানিনা,
তবে ঘামে ভেজা ছিলোনা কখনো।
আমাদের শৈশব
যৌবন
বার্ধক্য জুড়ে
কেবলই বয়ে গেছে লোহিত সাগর!
সত্যি,ঘামে ভেজা ছিলোনা কখনো।
অথচ প্রস্তাবনায় লেখা ছিলো
রক্ত নয়,একদিন এই মানচিত্র ভিজে যাবে শ্রমিকের ঘামে!