Project
রণজিৎ মাইতি
-------------
অশেষ,
এবারও আমাকে লিখতে হবে Acknowledgement।
শেষ পাতায়-
আবারও লিখতে হবে Bibliography!
যে কোনও project এর এটাই নিয়ম।
অথচ কে না জানে?
সবাই একা একাই সাঁতার কাটে-
উথালপাথাল মোহনায়,
খাবি খায় ও ভাসে একা একা
এবং
ডোবার সময়-
একান্তেই ডোবে টুপ করে।