প্রিয়কথা
রণজিৎ মাইতি
--------------
হাওয়া কিছু কথা বলতে এসেছিলো,
আমি তার কথা শুনিনি। এতোদিন যেভাবে প্রিয়কথা অপ্রিয় ভেবে প্রত্যাখ্যান করেছি,
ঠিক সেভাবে অবহেলিত বাতাসও না-বলা কথা হাওয়ায় ভাসিয়ে ফিরে গেছে।
তবুও আমি হাওয়ার কথা শুনিনি,
সে কিছু কথা বলতে এসেছিলো।
হাওয়ায় যে ভাসতে নেই এ কথা কেউই বলেনা;
কেবল হাতেগোনা কতিপয় আপনজন ছাড়া প্রিয়কথা বলবেনা কেউই।