প্রিয় গন্ধ (07-06-2020)
রণজিৎ মাইতি
-------------
সেদিন সবার মাঝে তুমি প্রশ্ন করেছিলে,'আমাদের প্রিয় গন্ধ কি?'
একে একে সবাই জানালো তাদের পছন্দের আতর
কেউ বললো জুঁই,কেউ কেউ বেল,রজনীগন্ধা
আমি জানি,কামিনী ও হাসনুহানা কতোটা মিষ্টি
যদিও কিছুই বলিনা,এসবই আপাত
যেমন শিউলির জন্যে অপেক্ষা করতে হয় আর একটা শরৎ সকালের
ঋতু বিদায় নিলেই সুবাস বিলিন
তাছাড়া নীরবতা অনেক কিছুর জবাব দিয়ে দেয় অতি সহজেই
ওই যে দূরে প্রকাশ্য রাজপথে শিশুটি মায়ের বুকে মুখ ডুবিয়ে কাঁদছে
কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে ফুটপাতে
সে গোলাপ চায়না,বেল জুঁই কামিনীর আরকও নয়
শুধু দু-মুঠো গরম ভাতের গন্ধে খিলখিল হেসে ওঠে শিশু
বলো,মায়ের গায়ের ঘ্রাণ ও ভাতের মিষ্টি গন্ধের মতো মদির কোনও গন্ধ কি পৃথিবীতে আছে ?