পৃথিবী 2(02-06-2020)
রণজিৎ মাইতি
-------------
আপন পৃথিবী নিয়ে সুখেই থাকুন।
পৃথিবী আপন হলে সুখ ধরা দেয়
ফুল ফোটে,অলি আসে,করে গুঞ্জরণ
যেমন বসন্ত ভালোবাসি বর্ষার মতো,তেমনই শরৎ হেমন্ত
গরমের পাকা ফল,শীতের রোদ্দুর

অবশ্য চেনা পৃথিবীর ভেতর আপাত আর একটা বিশ্বস্ত পৃথিবী গড়ে তোলা চাই।
যার রঙ সম্পূর্ণ রঙিন,বর্ণমালা জুড়ে রামধনু
যে পৃথিবী নিজের সাথেই নিজে কথা বলে যায় আজীবন

জেনো,অমরধাম কোনও আজব বা কল্পস্থান নয়;
এক আশ্চর্য মহাপৃথিবী
যা মানুষ নিজের হাতেই তিল তিল করে গড়ে তোলে
যা এক পৃথিবী থেকে আর এক পৃথিবীকে করে সম্পূর্ণ তফাত।