প্রেমমিতি (07-05-2020)
রণজিৎ মাইতি
-------------
তুমি বললে,'আমার মতো কেউ তোমায় এত্তো ভালোবাসে না,'
আমি হাতড়াতে লাগলাম পরিমাপের একক
অবশ্য কিছু কিছু ভাবনার পরিণাম 'চরম একাকীত্ব' !
যেমন আকাশ,সীমা আঁকতে গিয়ে অসীম এঁকে ফেলি,মহাশূন্য
ভালোবাসা প্রেম,স্নেহ,শ্রদ্ধাও - - - - কি তেমনই মহাশূন্য?
যা লিটার,মিটার,কিলোতেও ধরা যায় না
নীরব দর্শকের মতো ফ্যালফ্যাল তাকিয়ে থাকা ছাড়া ভিন্ন পথ নেই
বরং জটিল সূত্রের গভীরে হারিয়ে দার্শনিক হয়ে যাই
বেড়ে যায় থার্মোমিটারের পারদ চড়চড়
আসলে বিমূর্ত শরীর নিয়ে কারবার এতোই জটিল
নিক্তিতে চড়াতে গেলে পাঁকাল মাছের মতো দুর্বল হাতের ফাঁক গলে ফসকে ফসকে যায়
কখনও জ্যান্ত শোলের মতো লাফিয়ে পড়ে পাল্লার নিচে
মুশকিল বুঝে বিশ্বাসের উপর সঁপে দিই প্রেমের আকাশ ;
ফুটলে ফুটুক কাশ,শেফালীকা কিংবা টগর
অথচ সেখানেও মুশকিল আসান করার মতো কোথাও কোনও সুবেদী তুলাযন্ত্র নেই!
এই তো চোখের সামনে নীরবে কাঁদছে সিনিয়র তপনদা;
হয়তো তার প্রেমিকাও একদিন শুনিয়েছিলো ভালোবাসার অমর কাব্য!
উফঃ,মেট্রো সেক্সচুয়েল প্রেম শপিং মলের ভেতর ও বাইরে সম্পূর্ণ আলাদা
মাল্টিপ্লেক্সের ঘন অন্ধকার তার বড়ো প্রিয়
বিরতির ক্ষণিক মৃদুআলোও তার কাছে বিভ্রান্তিসূচক
আসলে কম-বেশির পরিমাপ এতোই নিবিড় কুয়াশায় ঢাকা
যা বেঁচে আছে কুহকে কুহকে,যার কোনো সুনির্দিষ্ট সূত্র এই পৃথিবীর আজও নেই!
নতুন আলোর রেখাও কি কেউ দেখেছে কখনও কোথাও ?