প্রেম স্বরগম (10-06-2020)
রণজিৎ মাইতি
-------------
1
বৈঠা বায় প্রেমনদীটি
চলতে থাকে জীবন ঘুঁটি।।
2
যখনই ওঠে প্রেমের ঢেউ
গুপ্ত বেড়াল ডাকে ম্যাঁও।।
3
প্রেমের আকাশ বেজায় রঙিন
মন ঝলমল আসছে সুদিন।।
4
পশলা বৃষ্টি প্রেমে মাস্ট
মেঘ জমলে আকাশ ব্লাস্ট।।
5
যখনই তেষ্টা মেটাই প্রেম যমুনায়
তখনই ময়ূর নাচে মন মহুয়ায়।।
6
প্রেমে আছে গভীর প্রমা
জ্ঞানীই বোঝে সেই উপমা।।
7
প্রেম-শরীরে তরজা বৃথা
স্বাধীন দ্বীপে জাগছে পৃথা।।
8
মাঝ দরিয়ায় নোঙর ফেলে
ধরবে কি মাছ প্রেমের জালে?
9
প্রেম আসলে মন্দাকিনী
তাই তো ডোবে রজকিনী।।
10
প্রেমের আগুন ভীষণ শীতল
পুড়লে হৃদয় চোখ ছলছল।।
11
বৃথাই খোঁজো প্রেম বসন্ত
আকাশ জুড়ে প্রেম অনন্ত।।