প্রেম (1103-2020)
রণজিৎ মাইতি
-------------
আমাকে ইন্ধন ভেবে পোড়ায় আগুন;
আমিও আগুন প্রেমিক,সান্নিধ্যে বারবার হয়েছি উর্বর।

যদিও আগুন কবিতা হলে
আমি কি কবি হতে পেরেছি এখনো?
সোনাধান,বাসমতী কিংবা গোবিন্দভোগ

ছাইয়ের গাদায় আমার চরাচর এক হতে পারেনি এখনো
তবুও ভালোবেসে তার কাছে পুনঃ পুনঃ যায় ইন্ধন !