ঈশ্বরের জন্মদিনে শ্রদ্ধাবনত এই লেখা
প্রতিভূ(25-09-21)
রণজিৎ মাইতি
--------------------
চারাগাছটিকে আগাছা ভেবে উপড়ে ফেলোনা;
সেও হয়ে উঠতে পারে সময়চন্দন,ব্যথামুখ
গোধূলির মতো জীর্ণ মলিন হতে পারে প্রাচীন ন্যগ্রোধ;
তার হলুদ পাতায় পাতায় শোনা যেতে পারে বিষাদগজল
কিন্তু সকাল?প্রত্যুষের প্রকৃত অর্থ কি নয় প্রত্যাশাপারদ?
সুতরাং আগাছা ভেবে সময়কে তুচ্ছ করোনা;
কিংবা যেভাবে একলব্যকে বিদ্ধ করেছো
সেভাবে জাতপাতের তীক্ষ্ণশরে হত্যা করোনা প্রভাত।
জেনো,রামা কৈবর্তৈর ঘরেও জন্ম নিতে পারে আধুনিক ঈশ্বর;
যেমন বিবেক হয়ে উঠছেন সময়ের প্রতিভূ!