প্রশান্তি
রণজিৎ মাইতি
-------------
আগুন নিয়ে কথা বললে মা আমার খুব প্রশান্তি বোধ করতেন;
মনে করতেন-
বিনা আগুনে শুচিস্নান অসম্ভব।
ভিন্ন দ্বীপরাষ্ট্রের বাসিন্দা ছিলেন আমার বাবা।
তিনি হিমশীতল লর্ড শিবের মাথায় প্রশান্তি খুঁজেতেন,
আর নিজে শীতল হতেন মস্তক নিসৃত গঙ্গোত্রী অববাহিকায়।
অবশ্য তাই নিয়ে দুজনেরই প্রশান্তি বিঘ্নিত হতো,
কিন্তু আগুন ও লর্ড শিব থাকতো নির্বিকার।
ঈশ্বরের মতো
আর ঈশ্বরীর মতো।