প্রশান্তি
রণজিৎ মাইতি
-------------
প্রাচুর্যের কাছে আমি চিরকাল আড়ষ্ট হয়ে পড়ি;
সে তীব্র রোদ হোক কিংবা প্রগাঢ় ছায়া।

যে মানুষ কখনও হননি হিমস্নাত
কিংবা ভেজেনি মখমলের মতো মিঠে নরম রোদে
তিনি কিভাবে বুঝবেন কচি নরম দুর্বা,মুথাঘাস অথবা শিশিরের সোহাগী স্পর্শ
তাই বিলিয়মান রঙের প্রতি তাঁর আসক্তি নিবিড়।

কেবল যারা জলকাদা স্পর্শধন্য
তারাই কোনও এক নির্জন দ্বীপে দীনতম ধুপছায়া মাখে।

হয়তো আমিও তাদের মতো প্রশান্তি কাঙাল।