প্রেমিকা(30-05-22)
রণজিৎ মাইতি
-------------
আমি ইতিহাস পড়েছি ইতিহাসের আলোয়;
আমাদের বাবা-কাকা....
পিতামহ ও প্রপিতামহের নিদ্রা ও অনিদ্রা কতোটা গভীর
ঘুমের সময় তাদের নাসিকা গর্জনে পাড়া জেগে যেতো কিনা

এবং....

কৌতূহলে আমি ভুগোলও পড়েছি;
কোথায় কতোটা গভীর খানাখন্দ
মরুভূমি নদী-নালা বাদাবন....
কিংবা সুন্দরবন কতোটা গহীন  

যেমন পদার্থবিদ্যায় ডুব দিয়ে খুঁজেছি অ-পদার্থের সংজ্ঞা
তেমনি দাস্তবমি করতে করতে চিনেছি প্রেম রসায়ন

কিন্তু কেউই বলেনি....
সন্তরণ আসলে পাড়ি জমান
অনুসন্ধান আসলে আত্মজিজ্ঞাসা,আলোর দেশে সূর্যের খোঁজ

যদিও মানুষ সূর্যের দেশে আলো পড়েন,
আর তামাশার দেশে বৃষ্টি!
কিন্তু ভুলে যান....
প্রেম পৃথিবীর সবচেয়ে দামি ও সুন্দর একটা বই,প্রকৃত প্রেমিকা।