প্রজনন ক্ষমতা সিফ্ট করে গেছে !(22-11-2020)
রণজিৎ মাইতি
-------------
আজকাল আমাদের জিভও কেমন যেনো অসাড় হয়ে গেছে;
ভুলে গেছি প্রকৃত প্রজনন ক্ষমতা থাকে মানুষের মনে!
তাই জন্ম নিচ্ছে এক একটি বন্ধ্যা সময়;
ইট চাপা দূব্বোর মতো যা ভরে গেছে মৃত ক্লোরোফিলে
একসময় যে অগ্নি কন্যাটিকে আমাদের কণ্ঠ ভেবে তুলে দিয়েছিলাম বকলম
সেও সততা খুইয়ে সম্পূর্ণ নির্বাক !
তা না হলে কোনও ভাবে কি আকাশ ছুঁতে পারতো গরিবের পেঁয়াজ ?
পঞ্চাশ,গণতান্ত্রিক আলু !
জানি,বাজার যতোটা আকাশ ছোঁয়
মানুষ ঠিক ততোটাই রসাতল মুখি
ততোটাই ক্লাইম্যাক্স বেড়ে যায় আনন্দবাজারে
অথচ তখনও রসনা ভীষণ নির্বাক
প্রজনন ক্ষমতা মনন থেকে সিফ্ট করে গেছে লিঙ্গশরীরে!