প্রহসন
রণজিৎ মাইতি
--------------------
গাছ বললো...এই পৃথিবীর এসেছিলাম ফুল ফোটাতে
কিন্তু পারিনি...
ফুল দিতে
ফল দিতে
স্নিগ্ধ বাতাস দিতেও পারিনি গাছকে

যাদের পায়ের তলায় আলগা মাটি
যাদের মেরুদণ্ড ব্রততী সমান
তারা কি দাঁড়াতে পারে মাথা উঁচু করে?

বরং সেই গাছ দুঃখক্লিষ্ট
যার ফুল আসে,ফল ধরে
তবুও মা বলে ডাকে না পৃথিবী

নদীমাতৃক দেশে এটাই কি শ্রেষ্ঠ প্রহসন
গাছ থেকে ফুল ঝরে ফল পড়ে ঝরেনা মরণ!

(16-12-21)