প্রজ্ঞা
রণজিৎ মাইতি
-------------
এখনও জন্মভূমির প্রতি দুর্নিবার আকর্ষণ অনুভব করি,
যদি বলি ওখানের জল-হাওয়া,সবুজ বনানী,আলো-ছায়া..... ধুল
ভুল,
আলো তো শহরেও আছে,
আছে প্রতুল জ্ঞান ও ঐশ্বর্য।
কংক্রিটের ফাঁকে ফাঁকে যেটুকু সবুজ
সেখানেও দিবানিশি নিদ্রাহীন প্রগাঢ় প্রজ্ঞা।
তবু জন্মভূমির প্রতি দুর্নিবার আকর্ষণ অনুভব করি;
কেউ যেন বলে যায়--
জন্মভূমির সাথে নাড়ির সম্পর্ক।
মা ও মাটি ছাড়া তোমার জন্যে কেউই কাঁদে না!
না-জমা শিশিরের মোহে কেউই করে না আজও উষ্মা প্রকাশ।