পশুরা সুখে আছে,মানুষ সুখে নেই
রণজিৎ মাইতি
-------------
পশুরা সুখে আছে,মানুষ সুখে নেই।
পশুরাজ সিংহ কক্ষণো অন্যান্য পশুদের বলেনা-
তার কোন কথায় কখন নাড়তে হবে লেজ,
কিংবা অধ্যাদেশ জারি করে বলেনা-
চুলের ছাঁট ঠিক কিরূপ হওয়া বাঞ্ছনীয়।
বরং সিংহের বিশ্বাস-
তার ঈশ্বর প্রদত্ত কেশরের মতো
জেবরারও থাক সাদা-কালো ডোরা,
অথবা রয়েল বেঙ্গল টাইগারের হলুদ-কালো ডোরা।
এটাই গণতন্ত্র,স্বাধীন মত ও পথে চলার নাম।
এই বিশ্বাস থেকে পশুরাজ সিংহ কখনো বিজ্ঞপ্তি জারি করে বলেনা-
তার সন্তানের নাম যেনো না রাখে অন্য কেউ।
বরং তারা সাজুক আপন ইচ্ছেয়,
ঘুরুক,খাওয়া-দাওয়া ও ধর্মাচরণ করুক।
কে ঘেউ ঘেউ করবে,কে করবে হুক্কা হুয়া
তা একান্তাই ব্যক্তিগত অভিরুচি।
ভাগ্যিস কেশরী সিংহ কিম জন উন হয়ে যাননি,
মানুষ কিম জন উন হতে পারে,কিন্তু কেশরী হতে পারে না।
তাই পশুরা সুখে আছে,কিন্তু মানুষ সুখে নেই।