পোশাক(15-09-21)
রণজিৎ মাইতি
--------------------
পুরুষের নিজস্ব পোশাক আছে;
তেমনি নারীরও আছে আপন পোশাক।
নীরার প্রতি নীললোহিতের এই যে সরব ভালোবাসা
সেটুকুও ওই আভরণ গুণে।
কিংবা গাছের যদি একান্ত পোশাক না থাকতো;
কে গিয়ে বসতো বলো তরুপাদমূলে
ছায়াহীন,ফুল-ফল-পাতাহীন মৃগতৃষিকায়?
জেনো,উলঙ্গ নারী-পুরুষ চিরকালই কিম্ভূত কিমাকার;
মা নয়,বাবা নয়,ডাকিনী-যুকিনী!