নিউমোনিয়া
রণজিৎ মাইতি
-------------
কেউ কেই বলেন,গঙ্গায় ডুব দিলেই নিষ্কলুষ হওয়া যায়;
সেই ভাবনায় অনেকেই ছুটে যান কপিলমুনির আশ্রমে।
মকরসংক্রান্তির ভোরে একসাথে স্নান ও সূর্যপ্রণাম;
এত্তো ছায়া,এত্তো প্রচ্ছায়া
পদভারে কেঁপে ওঠে আশ্রমের মাটি!
অবশ্য পুণ্যস্নান শেষে যখন বাড়ি ফেরে তাদেরই  
বুকে পাহাড়প্রমান ক্রণিক নিউমোনিয়া!

অবাক হচ্ছেন তো?ভাবছেন বিশ্বাসের গোড়ায় কুঠারাঘাত করছেন এ আবার কেমন দরবেশ!

জানবেন প্রকৃত দরবেশ কখনো মিথ্যে বলেনা;
এই দেশে যতো নিউমোনিয়া রুগী সবারই পেট ভর্তি ঐ শিক্ষাগঙ্গায়!

(14-06-21)