প্লাজমা
রণজিৎ মাইতি
-------------
গোলাপ থেকে গন্ধকে আলাদা করে নাও,
তেমনই শরীর থেকে মন;
তখন তুমিও ভাসতে পারবে মহাশূন্যে।

শক্তির অপশক্তি থেকে বিচ্ছিন্ন হওয়ার ওই একটাই মন্ত্র,
'চরৈবেতি'।যা আসলে মানুষের প্লাজমা স্তর,
মানবতার ভিন্নতর নাম।