ফুল,শিশু ও সময় (07-05-2020)
রণজিৎ মাইতি
-------------
শুনতে আশ্চর্য মনে হলেও এটাই বাস্তব;
নিজের চোখকে কি করে অবিশ্বাস করি বলুন তো?
আপনিও দেখুন,গাছে সদ্য ফোটা লাল তাজা গোলাপটি সত্যি সত্যিই হাঁটতে শুরু করেছে উঠোনে!
ঠিক আমার মেয়েটির মতো রান্নাবাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়েও পড়ছে ঘাসের উপর।
আপনি না দেখেই বললেন,'এ আপনার হ্যালুসিনেশন,প্লিজ একবার ডাক্তার দেখিয়ে নিন।
আল্টিমেটলি বয়স হচ্ছে তো !'
বয়স বাড়ে না কমে তা আজও বুঝিনা;
হয়তো এই বিভ্রান্তি এড়ানোর জন্যে আমরাও দিয়েছি যুৎসই নাম,'মহাকাল'
সে সতত তরুণ,সবুজ সতেজ
তবে সময়কে আমি কখনও অস্বীকার করিনে,
জানি,তার ছোবল কখনও কখনও কাল কেঁউটের চেয়েও তীব্র,মারাত্মক
এই তো ছানির সমস্যায় বইয়ের অক্ষর গুলোও আজকাল ব্যঙ্গ করে,'বুড়ো বুড়ো'
আসলে সময় কখনও জরা মেনে নিতেই পারেনা
তাই চোখটা একবার রগড়ে নিলাম,দিলাম জলের ঝাপটা
ওমা,দেখি আমার মেয়েটিও টলোমলো পায়ে দিব্বি মিশে যাচ্ছে ফুলটির সাথে অবলীলায়
ঠিক মেয়েটিও নয়,সময় মিশে যাচ্ছে সময়ের সাথে
শিশু ও ফুল,ফুল ও শিশু কোথাও এসে এক, একাকার!
চলুক আমার হ্যালুসিনেশন,বাড়ুক বয়স
ফুল,শিশু ও সময়কে একযোগে দেখার সুযোগ কজনেই বা পায়!
# # # #
কবিতাটি ভাতৃপ্রতীম প্রিয় কবি মার্শাল ইফতেখার আহমেদকে ভালোবেসে উৎসর্গ করলাম ।সাথে প্রিয় কবির জন্যে অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো