ফেরিওয়ালা
রণজিৎ মাইতি
-------------
যারা মাথায় মস্ত ঝুড়ি নিয়ে রাস্তায় হেঁকে হেঁকে পণ্য বিক্রি করেন
কিংবা সংকীর্ণ গলিতে,পাড়ার মোড়ে অথবা ফুটপাতে বিক্রি করেন নিত্যপ্রয়োজনীয় সম্ভার
তাদের আমরা হকার বলি।
এই ভাবে নির্ধারিত হয়েছে এক এক বৃত্তিজীবীর সংজ্ঞা
সে ডাক্তার হোক কিংবা উকিল
ব্যবসায়ী অথবা চাকুরিজীবী।
অবশ্য কবির মেধাশ্রম এসবের মধ্যে পড়েনা।
কিন্তু যখন কোনও কবি সুসজ্জিত শকটে চড়ে বইমেলায় বিক্রি করেন আপন বই;
বলেন-
এই বই পড়লে জানবেন প্রেমের সংজ্ঞা,
অমাবস্যা ও পূর্ণিমার পার্থক্য,
মরাকটাল ও ভরাকটাল কি,
তখন কবরের ভেতর অলক্ষ্যে হাসেন লায়লা মজনু,
রোমিও জুলিয়েট,
প্রেমিক কৃষ্ণও গভীর অভিমানে বৃন্দাবন ছেড়ে চলে যান অনেক অনেক দূরে,----- দ্বারকায়।
তখন কবিকে কবি বলতে মন চায়না;
কবি হয়ে ওঠেন দক্ষ ফেরিওয়ালা!