ফল্গুধারা(22-12-2019)
রণজিৎ মাইতি
-------------
ধূর মুখপুড়ি,এসব কথা বলতে হয় নাকি  
বরং চেপে যা,শত অপমান,জ্বালা যন্ত্রণা
অনন্ত ফল্গুনদী এভাবেই হয়ে যায় সন্তানসম্ভবা !

আমরাও চাপতে চাপতে,সইতে সইতে
হয়ে উঠছি সহিষ্ণুতার প্রকৃষ্ট নজির

যদিও চাপ চাপ রক্ত বুকের গভীরে
শান্ত কপোতের মতো আজও করে বকমবকম

হে কৌন্তেয়,আজ তোমাকেই হতে হবে কপোতাক্ষ নদ;
তোমার স্থির শান্ত জলে কমলেকামিনী রূপে
ঘরে ঘরে রমারা আজ কতোটা চাপবে,আর কতোটা কাঁদবে !
নাকি তার উন্নাসিক চোখ জোড়া সুর্মার কালি মুছে দ্রোহের আগুন ছড়াবে ?