পাথর ও নিউটন
রণজিৎ মাইতি
--------------
তুমি বলেছিলে বুকটাকে পাথর করে নাও;
দুঃখ যতো চরম হোক,ক্ষত যতো গভীর হোক
পারবেনা স্পর্শ করতে;
শ্রোতা হিসেবে অবাক হলেও মেনে নিতে হয় বাস্তব;
কারণ পরাবাস্তব ভাবনা কি নিদারুণ,ফিরিয়ে দেয় চরম আঘাত!
ক্ষত বিক্ষত করে শরীর,মন ও আদিগঙ্গার পবিত্র অববাহিকা কিভাবে কতোটা
দেখেছি
সুতরাং তোমার অহল্যাসমগ্র হয়ে ওঠে বেদবাক্য
যেখানে ক্ষত আছে ঢেউ নেই,দুঃখ আছে অশ্রু নেই
প্রেমে আহত হলেও জন্মসহিষ্ণুতা সেখানে উৎকৃষ্ট মলম
যার কাছে ফেল নিউটন,অর্থাৎ তৃতীয় সূত্র
(30-07-21)