পাথর হয়ে যাও
রণজিৎ মাইতি
--------------
'পাথর হয়ে যাও'
মানুষকে বলতেই পারি;
গোখরো হওয়ার চেয়ে পাথর হওয়া ভালো।
মানুষ পাথরের পুজো করে,
শালগ্রাম শিলা পুজো করে নারায়ণ জ্ঞানে।
দধীচির হাড় নয়,বরং প্রাচীন পাথরে গড়েছে প্রাচীন ব্রহ্মাস্ত্র,
বাড়িঘর,শিল-শিলনোড়া.....।
কিন্তু শয়তানের,হিংস্র শ্বাপদের পূজা কেউই করেনা।
যেসব মানুষ মানুষের পুজো পায়
তাঁরা কেউই শয়তান ছিলোনা,
তাদের বুক পাথরের মতো কঠিন হলেও--
সেই বুকে ধারণ করতো মানুষের দুঃখ-দুর্দশা,
শোক-তাপ,ব্যর্থতার জ্বালা।
কাল কেঁউটের চেয়ে পাথরের পূজা করা অনেক শান্তির,
হিটলার নয়,বরং পাথরের পুজা করলে--
স্বস্তির সুবাতাস বয় হৃদয়ের কোণায় কোণায়।