পারদ(19-12-21)
রণজিৎ মাইতি
--------------------
হয়তো বয়স ষাটের কোটায়
তাই বলে কি বৃদ্ধ আমি?
প্রশ্ন যখন পাহাড় প্রমান
মনটা তখন সবচেয়ে দামি।

দামি অনেক হীরে মানিক
লুকিয়ে আছে মাটির তলে
তেমনি বয়স লুকিয়ে থাকে
মন যমুনার অথই স্রোতে

স্রোতটি আসল,সবুজ কিনা
অবুঝ কিনা ভাটির সময়
জোয়ার যখন দু-কূল ছাপায়
কেউ কি তখন প্রশ্ন হানে?

হানাহানির গল্প সরস
একান্তই ব্যক্তিগত
যখনই প্রেম তখনই ঢেউ
আশির পারদ আঠারো তম।