পারদ (21-12-2019)
রণজিৎ মাইতি
-------------
ঘোরে প্রলাপ বকি
জ্বর আর ঘোর দুর্দিনে

কে কাকে শাস্তি দেবে
কে কাকে শান্তি ?

পারদ বেয়াড়া হলে
তাপমাত্রা উঠে আর নামে

আমরা দর্শক মাত্র
শান্তিজল ছড়াই উঠোনে !