পাল্লার ঝোঁক চিরকালই সাম্যে(21-02-21)
রণজিৎ মাইতি
-------------
যারা বাংলাভাষা অন্ধকার মনে করে ঝুঁকছেন হিন্দি কিংবা ইংরাজির দিকে
তাদের বলি,ঝুঁকুন
কিন্তু পাল্লার ঝোঁক চিরকালই সাম্যে।

ভালোবাসায় যেমন পক্ষপাত হয়না,
তেমনই পক্ষ অবলম্বনে ফোটে না প্রেমপুটুশ।
একটা ভালো মনই গড়ে তুলতে পারে হাওয়াঘর
নিধুবন,শান্তিকুঞ্জ,নীড়-মিথিলা।
যে বারান্দায় খেলা করে পশু পাখি গাছ থেকে পঞ্চভূত।
চরাচরের নিজস্ব ভাষা,অলচিকীও

জানবেন অন্ধকারের ভেতরই জেগে উঠে আলোর ঠিকানা;
আর একটা চর,নতুন সূর্য
ন্যালসন ম্যান্ডেলা নামক ভোর
বিগ ফাইটার সেরিনা উইলিয়ামস।