পাখিজন্ম (03-01-21)
রণজিৎ মাইতি
-------------
আমার বিগড়ে যাওয়া স্মার্টফোনটি ফাস্ট জানুয়ারি থেকে দুর্দান্ত কাজ করছে!
হাসতে বললে মহাসুখে হাসছে হা হা,হি হি
কাঁদতে বললে কাঁদছে মন প্রাণ খুলে
ঘুমাতে বললে ঘুমিয়েও পড়ছে শিশুর মতোন
আবার না বললেও সক্কাল সক্কাল বেরিয়ে পড়ছে মর্নিং ওয়ার্কে
ঠিক আমার শ্লো চলা বিবর্ণ দেওয়াল লিখন যেমন সম্পূর্ণ সবুজ
এখন সময় সারণি মেনে হাঁটছে দক্ষিণে
মনে হয় পাখিজন্মে নিশ্চিত বলে কিছুই হয়না
তেমন অনিশ্চিত বলে কিছু নেই
দেখুন গতকাল প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়ে থাকা সৌরভ আজ কিভাবে গটগট হাঁটছে
কেবল খুঁটে খাওয়ার নাছোড় ভাবনায় মগ্ন নির্বাক দর্শকের মতো--
দেখে যায় সময় নির্ঘণ্ট,কে কে খেলো দিল্লি কা লাড্ডু ও চূড়ান্ত ব্রেকফেলের আগে কে কে খেলোনা এই মহার্ঘ্য অমৃত
কিংবা কোথায় কিভাবে কখন কোন গণেশ উল্টোলো!